১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম স্থানীয় সময় ১১ সেপ্টেম্বর, ভারতের মুম্বাই গেটওয়ে অফ ইন্ডিয়া (ভারতের দরজা)-তে প্রথমবারের মতো একটি সমস্ত-মহিলা ত্রি-সেনা (স্থল, নৌ ও বিমান বাহিনী) বৈশ্বিক নৌযাত্রার সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নারী কর্মকর্তারা এই ঐতিহাসিক নৌযাত্রায় অংশ নিতে জাহাজে আরোহণ করেন। আগামী নয় মাস ধরে, দশজন নারী কর্মকর্তা ভারতীয়-নির্মিত জাহাজ "ত্রিবেণী"-তে চড়ে ২৬,০০০ নটিক্যাল মাইল ভ্রমণ করবেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটি অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই নৌ অভিযানের সূচনা করেন। বিএনপি ক্ষমতায় গেলে চালু করা হবে ফ্যামেলি কার্ড : কাইয়ুম চৌধুরী বন্ধুর ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি, ২৯ ঘণ্টা পর নাটোর থেকে উদ্ধার আগামী সপ্তাহে স্পেনে আলোচনায় বসতে চলেছে যুক্তরাষ্ট্র ও চীন নেত্রকোণার খালিয়াজুরীর ধনু নদীতে স্পিডবোট-নৌকার সংঘর্ষ: ৪ শিশু...