ম্যানচেস্টার সিটিতে ব্রাত্য হয়ে পড়ার পর ধারে এভারটনে যোগ দিয়ে জ্যাক গ্রিলিশের শুরুটা হয়েছে দারুণ। সেটিরই স্বীকৃতি হিসেবে ক্যারিয়ারে প্রথমবার প্রিমিয়ার লিগের ‘প্লেয়ার অব দা মান্থ’ হয়েছেন এই ইংলিশ মিডফিল্ডার। গত বুধবার ৩০ বছরে পা দেওয়া গ্রিলিশ অগাস্ট মাসের সেরা হয়েছেন। গত মাসের শুরুর দিকে সিটি থেকে পুরো মৌসুমের জন্য ধারে এভারটনে পাড়ি জমিয়ে প্রভাব রাখতে তার বেশি সময় লাগেনি। প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে এভারটনের ১-০ গোলে হারা প্রথম ম্যাচে বদলি নেমে নতুন ঠিকানায় অভিষেক হয় গ্রিলিশের। সেদিন কিছু করতে না পারলেও, পরের দুই ম্যাচে শুরুর একাদশে নেমে প্রতিটিতেই অ্যাসিস্ট করেন দুটি করে। ওই দুই ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ২-০ ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারায় এভারটন। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ শুক্রবার তাকে গত মাসের সেরা খেলোয়াড় ঘোষণা করে।...