ইলিশের মৌসুম প্রায় শেষের পথে। শেষ সময়ে এসে চাঁদপুরের মাছবাজারে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। এর প্রভাবে দাম সামান্য কমলেও এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়ে গেছে প্রিয় এই মাছ। চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাট ঘুরে দেখা যায়, পদ্মা–মেঘনার এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়। একই ওজনের সাগরের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকায়। বাজারের আড়তদার ও ব্যবসায়ীরা জানান, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাস ইলিশের ভরা মৌসুম হলেও এ বছর জুলাই–আগস্টে সরবরাহ তুলনামূলক কম ছিল। জুলাই–আগস্টে চাঁদপুরের ইলিশ প্রতি কেজি বিক্রি হয়েছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০ টাকায়। তবে সেপ্টেম্বরের শুরু থেকে সরবরাহ বাড়ায় ৩০০ থেকে ৪০০ টাকা কমে বিক্রি হচ্ছে। আকারভেদে ছোট-বড় ইলিশ মিলছে ভিন্ন...