ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে কবি জসীম উদদীন হলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়লাভ করেছেন নড়াইলের কালিয়া উপজেলার হিজবুল্লাহ আল হিজুল। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জাগো নিউজকে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন। গত ১০ সেপ্টেম্বর প্রকাশিত ফলাফল অনুযায়ী, হিজবুল্লাহ আল হিজুল ৩৬৯ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহতাসিম বিল্লাহ হিমেল পেয়েছেন ২৫৫ ভোট। ওই হল সংসদের ভিপি পদে মুহাম্মদ ওসমান গনি এবং জিএস পদে মাসুম আব্দুল্লাহ নির্বাচিত হন। হিজবুল্লাহ নড়াইল জেলার কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের মো. আবু দাউদের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। এর আগে তিনি ২০১৯ সালে খুলনা আলিয়া মাদরাসা থেকে আলিম (এইচএসসি)-তে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। ২০১৭ সালে খুলনার তেরখাদার আটলিয়া সিদ্দিকিয়া আলিম মাদরাসা থেকে দাখিল (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৪.৬১...