অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের একমাত্র মুসলিম তারকা উসমান খাজা। হিজাব পরে মাঠে ছেলের খেলা দেখতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন উমান খাজার মা। ভারতের বিপক্ষে সবশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফির সবগুলো ম্যাচই ছিল উত্তেজনায় ঠাসা। জমজমাট এই সিরিজ মাঠে বসে দেখতে গিয়ে হেনস্থার শিকার হন অস্ট্রেলিয়ান তারকা ওপেনারের মা। আজ শুক্রবার প্রকাশিত ‘এ ন্যাশনাল রেসপন্স টু ইসলামোফোবিয়া’ নামের একটি প্রতিবেদনে সেই ঘটনার বিস্তারিত তুলে ধরেন ৩৮ বছর বয়সী খাজা। তিনি জানান, তার মা ফোজিয়া তারিক এমসিজিতে (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড) ভারতের বিপক্ষে ম্যাচ দেখতে গিয়েছিলেন। তখন শুধুমাত্র হিজাব পরার কারণে দুইজন যুবক তাকে লক্ষ্য করে গালিগালাজ করে। সেই প্রতিবেদনে খাজা লেখেন, ‘আজকের সমাজে ঘৃণা সর্বত্র ছড়িয়ে আছে। গত বছরের বক্সিং ডে টেস্টে আমার মা নিজেই সেটা অনুভব করেছেন। তিনি সবসময় পরিবারের সঙ্গে আমাকে খেলতে দেখতে...