বরগুনার বামনা উপজেলায় অটোরিকশা চালক হত্যার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে পুলিশ আসামি গ্রেপ্তার ও লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে এ তথ্য জানিয়েছেন বরগুনা জেলা পুলিশ সুপার মো. আল মামুন শিকদার। পুলিশ সুপার জানান, ১১ সেপ্টেম্বর রাত পৌনে ৮টার দিকে বামনা উপজেলার পূর্ব বলইবুনিয়া গ্রামের আব্দুল মান্নানের পুত্র মো. জসিম রানা (৩৫) পশ্চিম বলইবুনিয়া ঈদগাহ ময়দান সংলগ্ন রাস্তার পাশে ডোবার মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছে, অজ্ঞাতনামা ছিনতাইকারী যাত্রী ছদ্মবেশে অটোরিকশায় উঠে ধারালো চাকু দিয়ে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে অটোরিকশাটি নিয়ে পালায়। ঘটনার পর পুলিশ সুপার মো. আল মামুন শিকদার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) সাহেদ আহমেদ চৌধুরী ও বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদের নেতৃত্বে...