জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জাকসু নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হল সংসদের ভোটের গণনার কাজ শেষ হয়েছে। এখন কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। ভোট গণনা শুরু হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নির্বাচনের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। সবশেষ শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদের ভোট গণনাও শেষ হয়েছে।” “এখন হলের পোলিং এজেন্টদের ডাকা হয়েছে। আশা করছি, কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় সংসদের ভোট গণনাও শুরু হয়ে যাবে।” নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল, হল সংসদগুলোর ভোট শেষ হলেই জাকসুর ভোট গণনা শুরু হবে। ১২ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী বৃহস্পতিবার দিনভর ভোটাধিকার প্রয়োগ করেন। কয়েকটি হলে দীর্ঘ লাইন থাকায় সন্ধ্যা সাড়ে...