মাস চারেক আগে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য করা হয় জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে। চার মাসের মাথায় আবার তাকে সরিয়েও দেওয়া হলো সেই পদ থেকে। তার জায়গায় নতুন সদস্য করা হয়েছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। ঘটনাটি গত ৮ সেপ্টেম্বরের হলেও সেটি প্রকাশ্যে এসেছে সম্প্রতি। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি সেই বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। সেই সঙ্গে এই ঘটনায় নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি। আশরাফুল জানালেন, তাকে বাদ দেওয়া নিয়ে কোনো অভিযোগ নেই তার। মন খারাপও হয়নি। তিনি বলেন, ‘না, আমার কখনোই আসলে এইসব পজিশন নিয়ে আগ্রহ ছিল না। চার মাস আগে আমাকে এনএসসি থেকে ফোন দিয়ে বলা হয়েছিল… তখন বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই ছিলেন। আমি তার পছন্দের ছিলাম জন্যই আমাকে কমিটিতে রাখা হয়েছিল। কিছুদিন আগে আবার...