বিদেশি সিনেমা এবং টিভিতে নাটক দেখা বা কারও সঙ্গে তা শেয়ার করার অপরাধে আরও বেশি মানুষের মৃতু্দণ্ড কার্যকর করছে উত্তর কোরিয়া। জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে একথা। বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার একনায়কতান্ত্রিক সরকার মানুষজনকে বাধ্যতামূলক শ্রমে নিয়োজিত করাসহ তাদের স্বাধীনতায় আরও কড়াকড়ি করছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। জাতিসংঘ মানবাধিকার কার্যালয় তাদের অনুসন্ধানে দেখতে পেয়েছে যে, গত এক দশকে উত্তর কোরিয়া তাদের দেশের নাগরিকদের জীবনের সবকিছুর ওপরই কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে। “আজকের দুনিয়ায় আর কোনও দেশের মানুষই এতটা কড়াকড়ির মধ্যে নেই। আধুনিক প্রযুক্তির বদৌলতে নজরদারিও ব্যাপকমাত্রায় বেড়েছে,” বলা হয় প্রতিবেদনে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, এই পরিস্থিতি চলতে থাকলে উত্তর কোরীয়রা আগের চেয়ে আরও বেশি দুর্ভোগ, নির্মম নিপীড়ন এবং আতঙ্কের শিকার হবে। গত ১০...