১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ আমান উল্লাহ আমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারীর প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আগামী ফেব্রুয়ারীতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের শহীদের রক্ত বৃথা যেতে দিবো না। দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফল ২৪ এর ছাত্র -জনতার আন্দোলন। তাদের আন্দোলনে আমরা ফ্যাসিস্ট মুক্ত একটি দেশ পেয়েছি। তিনি শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের নেকরোজবাগ মাঠে হাজী আব্দুল খালেক স্মৃতি গন্ধরাজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন। তিনি আরো বলেন, খুনি হাসিনা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে ৬ বছর...