১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম কাঠমান্ডুতে নেপোকিড বলতে সাধারণত নেপালের রাজনীতিবিদদের সন্তানদের বোঝায়। নেপালে যে প্রবল গণবিক্ষোভ হল তার সঙ্গে নাকি জড়িয়ে গিয়েছে নেপোকিড শব্দটি। জেন জি, যারা এই আন্দোলন-বিক্ষোভের কাণ্ডারি তাদের সবচেয়ে বেশি ক্ষোভ নেপো কিডদের নিয়ে। নেপালের বর্তমান প্রজন্ম বিশ্বাস করে রাজনীতিবিদদের সন্তানরা কঠোর পরিশ্রম এবং যোগ্যতা ছাড়াই তাদের প্রাপ্য সবকিছু পান। তাদের এই না চাইতেই সব কিছু পেয়ে যাওয়ার নেপথ্যে রয়েছে সাধারণ মানুষের পরিশ্রমের অর্থ। এই বিষয়টি নিয়ে #nepokid-লিখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। তাতেই উঠে আসছে শৃঙ্খলা খাতিওয়াড়ার নাম। নেপালের Gen Z এর মুখে এখন শুধু শৃঙ্খলার নাম। আন্দোলনের পর থেকে সোশ্যাল মিডিয়ায় তার এক লক্ষ ফলোয়ার বেড়েছে। এই ফলোয়ার বৃদ্ধির কারণ জানলে চমকে উঠবেন। আসলে এক সময়ের চোখের...