চলতি সপ্তাহে এসব বাজারে বেশিরভাগ সবজিই আগের চেয়ে ১০ থেকে ১৫ টাকা কমে বিকোচ্ছে। মাছের দরও কমেছে প্রায় ২০ টাকা। এদিন প্রতি কেজি পটল, করলা, ঢেঁড়স, ধুন্দল, বরবটি ও লাউ পাওয়া যাচ্ছে ৬০ টাকার ভেতরে। চিচিঙ্গা বিক্রি হচ্ছে আরও কমে ৪০ টাকায়। গত সপ্তাহে সবজিগুলো কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকায় কিনতে হয়েছে ক্রেতাদের। এছাড়া দর কমেছে ভারত থেকে আসা গাজর ও টমেটোর। কেজিতে আগে কিনতে হয়েছে ১৫০ টাকায়। এখন ১০০ থেকে ১২০ টাকা দরে নিতে পারছেন। তবে এখনও মূল্য হ্রাস পায়নি কাঁচামরিচের। আগের দর ২০০ টাকা কেজিতেই বিক্রি হচ্ছে। মৌসুমের আগে বাজারে আসা শিমের দাম অন্তত ৮০ টাকা কমেছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। কারওয়ান বাজারে সবজি কিনতে আসা রুমন আলি বলেন, সবজির দাম এই সপ্তাহে কিছুটা নিম্নমুখী হয়েছে।...