
মুম্বাইয়ে শুটিংয়ে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন অভিনেত্রী কারিশমা শর্মা। বুধবার (১০ সেপ্টেম্বর) তিনি চলন্ত একটি লোকাল ট্রেন থেকে লাফিয়ে পড়ে মারাত্মকভাবে আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কারিশমা বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি নোট শেয়ার করে পুরো ঘটনা জানান। সেখানে তিনি লিখেন,“বুধবার চার্চগেটে শুটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম। শাড়ি পরে ট্রেনে উঠেছিলাম। ট্রেন হঠাৎ গতিবেগ বাড়ালে দেখি আমার বন্ধুরা উঠতে পারছে না। ভয় পেয়ে আমি লাফ দিই, আর তাতেই পড়ে গিয়ে মাথায় আঘাত পাই।” তিনি আরও জানান, “আমার পিঠে আঘাত লেগেছে, মাথা ফুলে গেছে, শরীরজুড়ে আঘাতের চিহ্ন রয়েছে। মাথার আঘাত গুরুতর কিনা তা নিশ্চিত হতে ডাক্তাররা এমআরআই করেছেন এবং পর্যবেক্ষণে রেখেছেন। প্রচণ্ড যন্ত্রণায় আছি, তবে আমি শক্ত থাকছি। দয়া করে দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করবেন, আপনাদের ভালোবাসা আমার জন্য অনেক বড়...