চট্টগ্রাম:কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মনে আজও রয়ে গেছে ঝুপড়ি, হলের করিডর কিংবা স্টেশনের আড্ডা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সেই স্মৃতির ভান্ডার যেন হঠাৎ করেই খুলে গেল।এদিন নগরের অভিজাত জিইসি কনভেনশন সেন্টারে মিলিত হয় বিশ্ববিদ্যালয়ের প্রায় চার হাজার প্রাক্তন শিক্ষার্থী। দুপুর আড়াইটায় শুরু হয়ে অনুষ্ঠানটি শেষ রাত সাড়ে ১১টায়—ঘণ্টার পর ঘণ্টাজুড়ে চলা পুনর্মিলনী যেন হয়ে উঠেছিল অতীত আর বর্তমানের এক অদ্ভুত মেলবন্ধন।প্রবীণ-তরুণ প্রাক্তণরা খুঁজে নিলেন পুরোনো সহপাঠীদের। কেউবা বিস্ময়ে তাকালেন, সময়ের এত দীর্ঘ ব্যবধানও যে এক মুহূর্তে মিলিয়ে যেতে পারে। মঞ্চে উঠে আসা প্রাক্তনদের কণ্ঠে ধ্বনিত হলো স্মৃতির আবহ। কেউ বললেন আন্দোলন-সংগ্রামের দিনের কথা, কেউ স্মরণ করলেন বন্ধুত্বের প্রথম সকাল। আবার কেউ ঝুপড়িতে পাওয়া প্রেম কিংবা বন্ধুর সঙ্গে কাটানো বিকেল স্মরণ করে...