এক সফরে এতকিছুর অভিজ্ঞতা আগে আর হয়নি কখনও! শান্ত নেপালের অশান্ত হয়ে ওঠা, তারুণ্যের শক্তি স্বচক্ষে আরও একবার দেখার রোমাঞ্চ, উদ্বেগ, উৎকণ্ঠা, জ্বালাও-পোড়াওয়ের ভয়, শঙ্কা, দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা, বিমানবাহিনীর কার্গো বিমানে চেপে জামাল-মিতুলদের সাথে দেশের মাটির স্পর্শ অনুভব করা -আরও কত শত ঘটনার সাক্ষী হলাম ৪ থেকে ১১ সেপ্টেম্বর-এই আট দিনে! নেপাল ও বাংলাদেশের মধ্যকার দুই প্রীতি ম্যাচ কাভার করতে কাঠমাণ্ডুতে যাওয়া। আগেও চারবার হিমালয়ের দেশটিতে যাওয়ার সুযোগ হয়েছে, উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপ, এসএ গেমস কাভার করার সুবাদে। মাঠের সাফল্য-ব্যর্থতার ফিরিস্তি লেখা হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য। কিন্তু এবার? লেখাগুলো তো বটেই, দেখা মুহূর্তগুলোও একেবারে আলাদা। যেখানে মাঠের বাইরের ঘটনাই বেশি। ক্রীড়া সাংবাদিকতা থেকে আমরা সবাই যেন হয়ে গেলাম ‘আন্দোলন, দাঙ্গা, বিক্ষোভ, সরকারের পতন’-এসবের প্রতিবেদন লিখিয়ে! ফিরে দেখা সেই...