প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে মাহমুদুল হাসান ও ফাহিম এর নেতৃত্বে ৭/৮ জন ঘটনাস্থলে এসে মোটর সাইকেলের গতিরোধ করে সাংবাদিক মামুনকে লক্ষ্য করে রেন্স ও রড দিয়ো এলোপাতাড়ি আঘাত করে তার সাথে থাকা মটরবাইক ও নগদ টাকা নিয়ে যায়। ঘটনার পরপরই গাজীপুর ও কালীগঞ্জ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহত সাংবাদিক মামুনকে দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও বর্তমানে চিকিৎসা চলছে। সাংবাদিকের উপর আক্রমণের ঘটনায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম জানান, সাংবাদিকের ওপর এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই। মহান আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন। এদিকে গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি রিপন আনসারি, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামসহ গাজীপুরে জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাংবাদিক নেতৃবৃন্দ হাসপাতালে...