টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম ওরফে আজাদকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়, আসাদুল ইসলামের বিরুদ্ধে ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের ডামি নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ নেওয়া’, ‘আয়নাঘরের মাস্টারমাইন্ড ও হাজারো গুম-খুনের নায়ক বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের ব্যবসায়িক অংশীদার হওয়া’ এবং ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে আসাদুল ইসলাম বলেন, আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি আমাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জেলা বিএনপির কোন নেতা কাউকে স্থায়ীভাবে বহিষ্কার করতে পারেন না। এ বিষয়টি নিয়ে আমি কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ করব। সম্প্রতি আমার জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় একটি মহল...