হাসপাতালের বিছানায় তন্দ্রাচ্ছন্ন ভাষা সংগ্রামী আহমদ রফিক; পরিচতজনদের কখনো চিনতে পারছেন, আবার কখনো পারছেন না। চিকিৎসক বলছেন, বয়সের কারণে এমন স্মৃতিভ্রষ্টতা থাকা অস্বাভাবিক নয়। তবে অন্য যে রোগে তিনি আক্রান্ত, তা থেকে সহসা হয়ত পুরোপুরি সুস্থতা মিলবে না। শুক্রবার হাসপাতালের বিছানায় শুয়েই ৯৭তম জন্মদিন কাটছে আহমদ রফিকের। ঢাকার পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের এইচডিইউ বিভাগে চিকিৎসাধীন তিনি। আহমদ রফিকের খবর জানতে হাসপাতালে গেলে দায়িত্বরতরা জানান, তিনি এখন ঘুমাচ্ছেন। স্মৃতিভ্রষ্টতার কারণে অনেক সময়ই তিনি তন্দ্রাচ্ছন্ন থাকছেন। তার ব্যক্তিগত সহকারী আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে এক সপ্তাহ ল্যাবএইডে চিকিৎসাধীন ছিলেন আহমদ রফিক। বৃহস্পতিবার তাকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে এনে ভর্তি করা হয়। গত এক মাসে দুই দফায় ল্যাবএইড হাসপাতালে ভর্তি ছিলেন আহমদ রফিক। হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের পরিচালক ও...