আঙ্কিত শার্মার ফুল লেংথ ডেলিভারি লং-অফে খেলেই দৌড় দিলেন রাজাত পাতিদার। রান পূর্ণ হতেই মাঠের বাইরে দলের অন্যরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানালেন। ব্যাট উঁচিয়ে জবাব দিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে আরেকটি সেঞ্চুরি পাওয়ার মুহূর্তটি এভাবে উদযাপন করলেন আইপিএল জয়ী অধিনায়ক। চলতি দুলিপ ট্রফিতে রানের স্রোত বইয়ে চলেছে পাতিদারের ব্যাটে। সেই ধারাবাহিকতায় সাউথ জোনের বিপক্ষে ফাইনালে ১০১ রানের ইনিংস খেলেছেন তিনি। সেন্ট্রাল জোন অধিনায়কের ১১৫ বলের ইনিংসটি গড়া দুটি ছক্কা ও ১২টি চারে। এবারের দুলিপ ট্রফিতে এটি পাতিদারের দ্বিতীয় শতক। আসরের কোয়ার্টার-ফাইনালে নর্থ ইস্ট জোনের বিপক্ষে প্রথম ইনিংসে ৯৬ বলে ১২৫ রান করেছিলেন তিনি ৩ ছক্কা ও ২১ চারে। শেষ আটের ওই লড়াইয়ের দ্বিতীয় ইনিংসে পাতিদারের ব্যাট থেকে ৩ ছক্কা ও ৬ চারে আসে ৭২ বলে ৬৬ রান। সেমি-ফাইনালে...