১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ পিএম সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে আগস্ট ২০২৫ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা ’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) মতিঝিলস্থ রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমীর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণ কর্তৃক আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা দক্ষিণ বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন। এসময় আরবিটিএ'র প্রিন্সিপাল মো. নোমান মিয়া, আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মাকছুদুর রহমান ও মো মাহমুদুল ইসলামসহ বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, শাখা ব্যবস্থাপক এবং উপশাখার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। বিএনপি ক্ষমতায় গেলে...