ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। কোনো ফ্যাসিস্ট যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য আমাদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিলপূর্বক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ফয়জুল করীম বলেন, এ দেশের মানুষ বিভিন্ন দলের রাষ্ট্র পরিচালনা দেখেছে, বিভিন্ন আদর্শ দেখেছে। এখন সময় এসেছে রাষ্ট্র পরিচালনায় ইসলামকে নেওয়ার জন্য।তিনি বলেন, স্বাধীনতার পরে ৫৩ বছরের নির্বাচন জাতির আকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। সেই ব্যর্থ ব্যবস্থায় আবারও নির্বাচন হলে তৈরি হওয়া জঞ্জাল দূর হবে না। এই বাস্তবতায় পিআর পদ্ধতি একটি কার্যকর সমাধান হতে পারে। তাই পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে। চব্বিশের গণঅভ্যুত্থানের পর আবারও আগের ধারাবাহিকতায়...