স্পেসএক্সের স্টারশিপ রকেটের প্রযুক্তির কথা ২০১৯ সালে প্রথম প্রকাশ করেছিলেন মার্কিন ধনকুবের ও মহাকাশ কোম্পানিটির প্রধান ইলন মাস্ক। স্টারশিপ দুই স্তরের রকেট, যার একটি সুপার হেভি বুস্টার ও আরেকটি স্টারশিপ ক্রাফট। স্পেসএক্সের পুনরায় ব্যবহারযোগ্য উৎক্ষেপণ প্রযুক্তির এক গুরুত্বপূর্ণ অংশ স্টারশিপ। এর পে-লোড বা ওজন বহনের সক্ষমতা একশ থেকে দেড়শ টনের মধ্যে, যা ভবিষ্যতে একসঙ্গে একশ জনেরও বেশি মানুষকে গ্রহযাত্রায় পাঠাতে পারবে। এ প্রযুক্তি মহাকাশযাত্রায় এক নতুন যুগের সূচনা করেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট বিজিআর। পুরোপুরি পুনরায় ব্যবহারযোগ্য এ রকেটটিকে স্পেসএক্স এমনভাবে তৈরি করেছে যেন মিশন শেষ হওয়ার পর পৃথিবীতে ফিরে আসার সময় এটিকে ‘চপস্টিকের’ মতো ধরার মাধ্যমে দ্রুত পুনরায় যাত্রার জন্য প্রস্তুত করা যায়। ফলে রকেটটির বড় ধরনের মেরামত বা সংস্কারের প্রয়োজন নেই। এত বড় প্রযুক্তির অনেক পরীক্ষা-নিরীক্ষার...