‘তারুণ্যের উৎসব ২০২৫, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে— এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে শুক্রবার বিকেলে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ এবং ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে বলেন, ময়মনসিংহের রয়েছে সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা ও শিক্ষার গৌরবময় ঐতিহ্য। জাতীয় মহিলা ফুটবল দলের আটজন খেলোয়াড় এই জেলার সন্তান, পাশাপাশি জাতীয় ক্রিকেট দলে ও এখানে থেকে কৃতি খেলোয়াড়রা এসেছে। জেলা প্রশাসক গোল্ডকাপ তরুণদের অনুপ্রাণিত করার একটি বড়...