বাংলাদেশ-নেপালের পর দুর্ভাগ্যের অবকাশে ছেয়ে গেছে পশ্চিমবঙ্গের আকাশ । এমন এক টালমাটাল সময়ে, ভারতের পশ্চিমবঙ্গেও শোনা যাচ্ছে অভ্যুত্থানের সুর। নেপালের মতো ভারতের পশ্চিমবঙ্গেও গণঅভ্যুত্থানের ডাক দিয়েছেন বিজেপির সাবেক সংসদ সদস্য অর্জুন সিং। শুক্রবার দেশটির গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।সম্প্রতি ভারতের অন্যতম প্রভাবশালী রাজ্য পশ্চিমবঙ্গে বিজেপির সাবেক সংসদ সদস্য অর্জুন সিং যে মন্তব্য করেছেন, তাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অর্জুন সিং নেপালের চলমান গণঅভ্যুত্থানকে উদাহরণ হিসেবে তুলে ধরে পশ্চিমবঙ্গের তরুণ সমাজকে একই পথে হাঁটার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, নেপালের যুবসমাজ যেভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তা এক ঐতিহাসিক দৃষ্টান্ত। বাংলার তরুণ-তরুণীদেরও সেই সাহস দেখানো উচিত। এই রাজ্যেও এমন এক গণঅভ্যুত্থান প্রয়োজন।তাঁর এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে...