ক্ষণস্থায়ী প্রেম, বিচ্ছেদের বেদনা এবং স্মৃতির সৌন্দর্য নিয়ে ফিডব্যাক ব্যান্ডের কণ্ঠশিল্পী শাহনুর রহমান লুমিন নিয়ে এসেছেন মিউজিক্যাল ফিল্ম ’ফিরে এসো’। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাচ্ছে সিনেমাটি। সুরকার-গীতিবার অটমনাল মুনের কথা, সুর ও সংগীতে মিউজিক্যাল ফিল্মটির ভিডিও চিত্র নির্মাণ করেছেন রাজিবুল হোসেন। লুমিনের সঙ্গে এতে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীল। রাজধানীর ইম্পেরিয়াল হোটেলে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে এই মিউজিক্যাল ফিল্মের প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয় গেল সপ্তাহের শেষে। প্রিমিয়ার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী। তিনি বলেন, "বাংলা সংগীত চর্চায় নতুন মাত্রা যোগ করতে এবং তরুণ প্রজন্মকে দেশীয় সুস্থ বিনোদনে অনুপ্রাণিত করতেই এ বিশেষ আয়োজন। আমরা সব সময় এমন সৃষ্টিশীল কাজের পাশে ছিলাম ও ভবিষ্যতে থাকব। গানটি সম্পর্কে জানার পরই আমার মনে হয়েছে, এমন একটা আড়ম্বর আয়োজনে...