হাসপাতালে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে একুশে পদক প্রাপ্ত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে। লাইফসাপোর্টে থাকা সংগীতশিল্পীর অবস্থা আশঙ্কাজনক। এর মাঝেই সবার উদ্দেশে‘অমানুষ’প্রসঙ্গে সতর্কবার্তা দিয়েছেন গায়িকার ছেলে ইমাম জাফর নোমানী।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ফেসবুক স্ট্যাটাসে ফরিদা পারভীনের সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানান তার ছেলে নোমানী। সেই সঙ্গে জানান কিছু অমানুষের আর্থিক প্রতারণার কর্মকাণ্ড।পাঠকের জন্য ইমাম জাফর নোমানীর ফেসবুক পোস্ট তুলে ধরা হলো-সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, আম্মাকে (ফরিদা পারভীন) গত বুধবার বিকাল থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গত বিকাল থেকেই উনার স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং ব্লাডপ্রেশার নেই।এখন ডাক্তাররা সর্বোচ্চমাত্রার ঔষধ দিয়ে কৃত্রিমভাবে তার ব্লাড প্রেশার ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং মেশিনের মাধ্যমে তার ফুসফুসটা চালিয়ে নেয়া হচ্ছে।দুঃখজনক হলেও সত্যি যে, এই পরিস্থিতিতে আম্মার শারীরিক অবস্থার উন্নতির আর তেমন...