বগুড়ার শেরপুরে চাঁদা না দেওয়ায় শেরুয়া দহপাড়া করতোয়া জামে মসজিদের ইমাম নুর মোহাম্মদ (৫৫) কে তুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৫-৬ জন ব্যক্তির বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইমামের ছেলে জাকারিয়া। অভিযুক্তরা হলেন শাহ আলম (৩৬), শাহাদৎ হোসেন (২৫), জাহিদুল ইসলাম মেম্বর (৪২), রাসেল (৪০), উজ্জল হোসেন (২৫), জনি (২২)।অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভুক্তভোগী ইমাম নুর মোহাম্মদ প্রায় ১৫ বছর ধরে শেরুয়া দহপাড়া করতোয়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি এলাকার ছোট ছোট ছেলে-মেয়েদের আরবি শিক্ষা দিয়ে আসছিলেন। গত বৃহস্পতিবার শাহ আলম মসজিদে গিয়ে ইমাম নুর মোহাম্মদকে ডেকে বাইরে নিয়ে আসে এবং তাকে জোর করে অশ্লীল কথা বলিয়ে মোবাইলে ধারণ করার চেষ্টা...