লালমনিরহাটের পাটগ্রামের যুবকের সঙ্গে ফেইসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছেন ভারতীয় এক তরুণী। কিন্তু প্রেমিক বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় বিপাকে পড়েছেন তিনি। খবর পেয়ে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান। ২১ বছরের ওই তরুণী ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দা। সেখানকার একটি কলেজের সম্মান (বিএ) দ্বিতীয় বর্ষের ছাত্রী। তরুণী ও স্থানীয়দের বরাতে ওসি মিজানুর বলেন, পাটগ্রাম পৌর শহরের থানা পাড়ার বাসিন্দা আমিনুর রহমানের ছেলে রবির সঙ্গে তরুণীর ফেইসবুকে পরিচয় হয়েছিল। পরে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে রবি তরুণীকে বাংলাদেশে আসার জন্য বলেন। তার জের ধরে শনিবার কলেজ থেকে বের হয়ে তরুণী সীমান্তবর্তী এলাকায় দুই দিন অবস্থান করার পর মঙ্গলবার রাতে দালালের সহায়তায় কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তবে পাটগ্রামে...