প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নে হাজির মা হীরাবেন। ছেলেকে তিনি তিরস্কার করছেন তাঁকে নিয়ে রাজনীতি করার জন্য। নির্বাচনের আগে বিহার কংগ্রেসের পেশ করা এই কল্পিত ভিডিও নিয়ে ভারতের রাজনীতি তোলপাড়। শুরু হয়েছে বিজেপি–কংগ্রেস তরজা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ প্রযুক্তির সাহায্যে তৈরি করা ৩৬ সেকেন্ডের এই রঙিন ভিডিওটি গতকাল বৃহস্পতিবার রাতে ‘এক্স’ হ্যান্ডলে প্রকাশ করে বিহার কংগ্রেস। তাতে দেখা যায়, সারা দিনের পরিশ্রম শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো দেখতে এক ব্যক্তি বিছানায় শোয়ার আগে স্বগতোক্তি করছেন, ‘আজকের ভোট চুরি সাঙ্গ। এবার ঘুমোতে যাই।’ এরপর মোদি স্বপ্ন দেখা শুরু করলেন। স্বপ্নে হাজির হলেন এক বৃদ্ধা, যিনি দেখতে প্রধানমন্ত্রীর প্রয়াত মা হীরাবেনের মতো। শুরু হলো ছেলে নরেন্দ্র মোদিকে তিরস্কার। হীরাবেন বলছেন, ‘আরে বেটা, প্রথমে তো তুমি আমাকে নোটবন্দীর লম্বা লাইনে দাঁড় করালে। আমার পা...