ইসরায়েল মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলকে গভীর সংকটকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে সেখানকার প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি সহিংস ঔপনিবেশিক দমন-পীড়ন ও নিশ্চিহ্ন করার চেষ্টার বিরুদ্ধে বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময়ই সংহতি প্রকাশ করেছে। এবং গর্বের সঙ্গে তা অব্যাহত রেখেছে। সাম্প্রতিক খবরে জানা গেছে, অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠনকে কার্যত অসম্ভব করে তুলবে, এটি খুবই হৃদয়বিদারক। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে অব্যাহত জাতি বিদ্বেষ এবং ফিলিস্তিনের জনগণ, তাদের সংস্কৃতি, তাদের ভূমি, তাদের ইতিহাসের উপর আক্রমণ ফিলিস্তিনিদের গণহত্যা এবং পরিকল্পিত জাতিগত নির্মূলের চেয়ে কম নয়।...