গঠনতন্ত্র অনুযায়ী বিসিবিতে সরাসরি নির্বাচনের বাইরে জাতীয় ক্রীড়া পরিষদে মনোনীত পরিচালক থাকেন। বর্তমান বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল এনএসসি মনোনীত পরিচালক হয়ে বোর্ডে এসেছেন। তারসঙ্গে অপর পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও এনএসসির কোটায় বিসিবি পরিচালক পর্ষদে এসেছেন। রাজনৈতিক পট পরিবর্তনের আগে নাজমুল হাসান পাপনের বোর্ডেও জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক ছিলেন দু’জন। একজন জালাল ইউনুস; অপরজন আহমেদ সাজ্জাদুল আলম ববি। ক্ষমতা বদলের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর প্রথমে ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমকে বোর্ড পরিচালক হিসেবে মনোনয়ন দেয় এনএসসি। ফারুক প্রেসিডেন্ট হন। কয়েক মাস পর ফারুককে বদলে আমিনুল ইসলাম বুলবুলকে এনএসসির কোটায় পরিচালক মনোনীত করা হয়। পরে বুলবুল বিসিবি সভাপতি হন। তার সাথে নাজমুল আবেদিন ফাহিম যথারীতি পরিচালক পদে বহাল আছেন। আগামী মাসে বিসিবি নির্বাচন। সবার জানা আমিনুল ইসলাম...