বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে ভোটগ্রহণ শেষে রাত ১০টা থেকে গণনা শুরু হলেও শুক্রবার (১২ সেপ্টেম্বর) সারাদিন পেরিয়ে সন্ধ্যা নামলেও ফলাফল প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব একেএম রাশিদুল আলম জানিয়েছিলেন, শুক্রবার দুপুরের মধ্যে গণনা শেষ হবে। তবে পরে তিনি জানান, রাতে ফলাফল ঘোষণা হতে পারে। ফলাফল ঘোষণায় দেরি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। অনেক শিক্ষার্থী অভিযোগ করেছেন, একটি পক্ষ ভোট বানচাল করার চেষ্টা করছে। একজন শিক্ষার্থী বলেন, নির্বাচন বানচাল কোনোভাবে মেনে নেয়া হবে না। সুষ্ঠু ভোটকে বানচাল করার চেষ্টা চলছে। ফলাফল দিতে দেরি হলে আরও উত্তেজনা তৈরি হবে। অন্যদিকে, ছাত্রদলপন্থী এক ভোটার বলেন, ছাত্রদলকে ভোট দিলাম, আর তারা ভোট বর্জন করল। এতে আমার ভোট নষ্ট হলো। দ্রুত ফলাফল ঘোষণা করতে হবে।...