আবারও খারিজ হলো জনপ্রিয় ব্যান্ড ‘বিটলস’ এর সদস্য কিংবদন্তী গায়ক জন লেননের খুনি মার্ক ডেভিড চ্যাপম্যানের প্যারোল আবেদন। এবার নিয়ে ১৪তম বারের মতো এই খুনীর প্যারোল আবেদন খারিজ করেছে যুক্তরাষ্ট্রের কারা কর্তৃপক্ষ। নিউ ইয়র্কের ডিপার্টমেন্ট অফ কারেকশনস অ্যান্ড কমিউনিটি সুপারভিশন অনলাইনে এই সিদ্ধান্ত প্রকাশ করেছে। ১৯৮০ সালের ৮ ডিসেম্বর নিউ ইয়র্ক সিটির ডাকোটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সামনে স্ত্রী ইয়োকো ওনোর সঙ্গে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জন লেনন। লেননের বয়স তখন ছিলো মাত্র ৪০ বছর। খুনের পরপরই চ্যাপম্যানকে ঘটনাস্থলেই আটক করা হয়। তার হাতে ছিল জে. ডি. স্যালিঞ্জারের উপন্যাস ‘দ্য ক্যাচার ইন দ্য রাই’। ১৯৮১ সালে আমেরিকার আদালত চ্যাপম্যানকে ২০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। ২০০০ সালে প্রথমবার প্যারোলের আবেদন করার যোগ্যতা পান তিনি। সর্বশেষ তিনি ২০২৫ সালের ২৭...