বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিলিস্তিন সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশিরা সবসময় ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে থেকেছেন এবং ঔপনিবেশিক দমন-পীড়নের বিরুদ্ধে দৃঢ়ভাবে সংহতি প্রকাশ করেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি সরকারের নতুন বসতি সম্প্রসারণের পরিকল্পনা হৃদয়বিদারক। এই পরিকল্পনা ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ কার্যত রুদ্ধ করবে। তিনি আরও বলেন, দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ফিলিস্তিনিদের ভূমি, সংস্কৃতি ও ইতিহাসকে নিশ্চিহ্ন করার জন্য যে পদক্ষেপ নিয়েছে, তা সরাসরি গণহত্যা ও পরিকল্পিত জাতিগত নিধনের শামিল। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলে অনেক বাংলাদেশি বাস করেন এবং কাজ করেন। ইসরায়েলি সরকার যেভাবে...