ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তার ডালিয়া পয়েন্টে কমলা সংকেত জারি করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা সহকারী প্রকৌশরী ইমন কল্যাণ দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরাঞ্চলের রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উক্ত নদীসমূহের পানি সমতল আগামী তিনদিন বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসময়ে তিস্তা নদী বিপদসীমা অতিক্রম করতে পারে এবং নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলি প্লাবিত হতে পারে।...