বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে দুবছরের বেশি সময় ধরে চলছে অবকাঠামো সংস্কার। গতমাসে ঘরে ফেরার কথা ছিল তাদের। শেষমুহূর্তে জানানো হয় আরও সময় প্রয়োজন। মাঠ সংস্কারে বারবার দেরি, সমালোচনার মুখে পড়ছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। সবশেষ ২১ সেপ্টেম্বর গেটাফের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে ন্যু ক্যাম্পে ফেরার সম্ভাবনাও এখন অনিশ্চিত ক্লাবটির। চলতি মৌসুমের শুরুতে কেমোর বিপক্ষে হুয়ান গাম্পার ট্রফিতে ঘরের মাঠে ফেরার কথা ছিল গ্যাভি-পেদ্রো-ইয়ামালদের। তখন ক্লাবটি জানিয়েছিল, সংস্কার সংক্রান্ত জটিলতা ও নিরাপত্তার জন্য ফেরা হচ্ছে না। বার্সেলোনা সাবেক ও সভাপতি পদপ্রার্থী ভিক্টর ফন্ট বলছেন, ‘সংস্কারের জন্য ব্যবস্থাপনার কাজ যারা করছেন, ঠিকমতো হচ্ছে না। লাপোর্তাকেও কিছুটা দোষ দেবো। একটি ক্লাবকে পরিচালনা খুবই কঠিন কাজ। আমরা সবাই ভুল করি। ভুল গ্রহণযোগ্য কিন্তু প্রতারণা নয়।’ বার্সেলোনার সাবেক পরিচালক জাবি ভিলাজোয়ানা...