১৯৮৪, সার্জেই বাবকা পোল ভল্টের বিশ্বরেকর্ড গড়েন ৫.৮৫ মিটারের লাফে। পরে ১৯৮৪ থেকে ১৯৯৪, একদশকে ভল্টে রেকর্ড ভেঙেছেন ১৭ বার। ফ্রেঞ্চ রেনাউড লাভিলেনি যা ছুঁয়ে ফেলেন ২০১৪ সালে, ১৬.১৬ মিটার লাফে। তাদেরকে টেক্কা দিতে সেন্টিমিটার থেকে সেন্টিমিটারে ভল্টের ময়দানে আবির্ভাব সুইডেনের অ্যাথলেট আরমান্ড দুপলান্তিসের। ছয় বছর অক্ষত থাকা লাভিলেনির সেই লাফটি অতিক্রম করেন দুপলান্তিস, ২০২০ ফেব্রুয়ারিতে। তখন তার বয়স ২০। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের পাঁচ বছরে নিজের রেকর্ডই ভেঙেছেন বারবার। সেটিও একবার দুবার নয়, একে একে ১৩ বার। লাভিলেনির রেকর্ডটি ভাঙার এক সপ্তাহের কম ব্যবধানে ছুঁয়ে ফেলেন ৬.১৮ মিটার। এ যেন নিজের সঙ্গেই লড়াই দুপলান্তিসের। যদি প্রতি একবছরে বিশ্বরেকর্ড ভেঙেছেন গড়ে তিনবার করে। দুপলান্তিস চলতি বছরেও বিশ্বরেকর্ড ভেঙেছেন তিনবার। শেষ হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্সে পোল ভল্টে ৬.২৯ মিটারের...