অনিয়মের অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে নিউজ আপডেটে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, হাইকোর্ট বিভাগের বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের অনুসন্ধান কার্যক্রমের প্রেক্ষাপটে ৩১ আগস্ট পদত্যাগপত্র জমা দেন বিচারপতি মো. আক্তারুজ্জামান। ২৬ আগস্টের এক নিউজ আপডেটে বলা হয়, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে তার বিষয়ে চূড়ান্ত শুনানি সম্পন্ন হয়েছে। গত ২ সেপ্টেম্বর একইভাবে হাইকোর্ট বিভাগের বিচারক মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বিষয়ে চূড়ান্ত শুনানির দিন ধার্য ছিল। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্গঠনের পর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট কাউন্সিল কার্যক্রম শুরু করে। কাউন্সিলের অপর দুই সদস্য হলেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। কাউন্সিল কার্যক্রম শুরুর পর...