১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক আজ জুমার খুৎবা পূর্ব বয়ানে বলেন, আল্লাহ রাসূল (সা.)-কে গোটা বিশ্বের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছেন। রাসূল (সা.)-এর সিরাতের শিক্ষা গ্রহণ করতে হবে। তাঁর সিরাতের শিক্ষা গ্রহণ করতে পারলেই রহমত লাভ করা যাবে। আল্লাহর মাখলুককে কষ্ট দেওয়া যাবে না। এই জমিন নেক আমল ও পাপাচারের সাক্ষ্য দেবে। খতিব বলেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে মক্কা থেকে রাসূল (সা.)-কে মদিনায় হিজরত করতে হয়েছিল। দীর্ঘ আট বছর পর মক্কা বিজয় করে রাসূল (সা.) সবাইকে ক্ষমা করে দিয়েছেন। ব্যাপক ক্ষমা ও নিরাপত্তা ঘোষণা করেছিলেন তিনি। এমনকি বায়তুল্লাহর চাবিও তাদের হাতে তুলে দিয়েছিলেন। খতিব বলেন, অন্যায় প্রতিপক্ষের কারণে আজ সমাজে যত ফেতনা-ফ্যাসাদ সৃষ্টি হচ্ছে, সব...