স্থানীয় জনগণের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে হাজারো দর্শক ভিড় করেন। ‘মাদককে না বলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নৌকা বাইচের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় একাধিক দল অংশগ্রহণ করে এবং ঢাকঢোলের তালে তালে নৌকা চালানোর দৃশ্য উপভোগ করতে নদীপাড়ে দর্শকদের ঢল নামে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিলেট বিএসটিআই বিভাগীয় প্রধান মাজহারুল হক কাজল। প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন। উদ্বোধন করেন বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন শহিদুল হক সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এডভোকেট সোলেমান মোল্লা, আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর আলম, বীর...