জাহাঙ্গগীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল আজকের মধ্যে প্রকাশ না করা হলে দৃঢ় অবস্থান নেওয়ার হুমকি দিয়েছেন শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম। আজ শুক্রবার (১২ আগস্ট) বিকাল ৫টার দিকে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মাজহারুল ইসলাম বলেন, গতকাল বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোট গ্রহণের একদিন একদিন পার হলেও ভোট গণনা শেষ হয়নি। একদিন পরেও মাত্র শুধু হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। জাকসু নির্বাচনের ভোট গণনা এখনো শুরু হয়নি। হল সংসদে ভোটের যে সংখ্যা কেন্দ্রীয় সংসদে তার দিগুণ। এখানে সুস্পষ্টভাবে আমরা ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছি। আমরা ভোটের আগেরদিন থেকে প্রশাসনকে বিভিন্নভাবে বলে আসছিলাম যে কোন জায়গাগুলোতে লুপ হোল রয়েছে, কোন জায়গাগুলোতে ষড়যন্ত্র হচ্ছে সেগুলোর স্বচ্ছতা আপনারা...