চট্টগ্রাম:যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক, মানসিক অত্যাচার নির্যাতন ও জখমের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় স্বামী এজাজুল বারী চৌধুরী নামে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে নগরের হালিশহরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) হালিশহর থানায় ভুক্তভোগী ফরিদা ইয়াছমিন মামলা দায়ের করে। মামলার এজাহারে ভুক্কভোগী উল্লেখ করেন, ২০২১ সালের ১৯ ফ্রেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফরিদা ও বারী।তাদের পরিবারে ওমর বিন এজাজ নামে তিন বছর বয়সী একটি ছেলে শিশু সন্তান আছে। বিয়ের কয়েক বছর পর উচ্ছৃঙ্খল জীবনযাপনসহ প্রাইভেট কার কেনার জন্য যৌতুকের টাকার জন্য চাপ দওয়া শুরু করেন। বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যার্তন করতো। যৌতুকের টাকা দিতে না পারায় ২৪ ফেব্রুয়ারি রাত ১১টায় আমার বাবার বাড়ি পাঠিয়ে দেন তিনি। এরপর থেকে...