নেপালের মতো ভারতের পশ্চিমবঙ্গেও গণঅভ্যুত্থানের ডাক দিয়েছেন বিজেপির সাবেক সংসদ সদস্য অর্জুন সিং। শুক্রবার দেশটির গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বর্তমানে নেপালে টালমাটাল অবস্থা বিরাজ করছে। শ্রীলংকা-বাংলাদেশের পর জেন-জিরা এবার আরেকটি গণঅভ্যুত্থান ঘটিয়েছেন দেশটিতে। বিক্ষোভকারীরা মন্ত্রী-এমপিদের বাসভবন, সরকারি বিভিন্ন স্থাপনাসহ সংসদ ভবন এলাকায় আগুন ধরিয়ে দেন। নেপালের কমিউনিস্ট প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হন। সরকারের প্রায় সব মন্ত্রীই হয় দেশ ছেড়ে পালিয়েছেন, নয়তো আত্মগোপনে আছেন। ঠিক এরকমই আরেকটি গণঅভ্যুত্থানের কথা শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গে। এ ডাক দিয়েছেন রাজ্যটির বিরোধী দল বিজেপির সাবেক সংসদ সদস্য অর্জুন সিং। অর্জুন বলেন, নেপালের যুবসমাজ দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে, তা বড় এক উদাহরণ। বাংলার তরুণ-তরুণীদেরও সেই সাহস দেখানো উচিত, এমনই গণঅভ্যুত্থান প্রয়োজন। তার এ মন্তব্য ঘিরে এখন...