কুষ্টিয়ার মিরপুরে কম্পিউটার শিক্ষার এক আলোকবর্তিকার নাম অধ্যাপক শাহ আক্তার মামুন। পেশায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হলেও তিনি দীর্ঘদিন ধরে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলেছেন প্রায় ৩ হাজার ৭০০ জনকে। প্রশিক্ষণপ্রাপ্ত অনেকে বর্তমানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। আবার কেউ কেউ প্রশিক্ষণ কাজে লাগিয়ে গড়ে তুলেছেন নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান। প্রায় ২৫ বছর ধরে নীরবে-নিভৃতে এ অঞ্চলে কম্পিউটার শিক্ষায় অসামান্য অবদান রেখে চলেছেন তিনি। তার হাত ধরে সাফল্যের দেখা পেয়েছেন বহু শিক্ষার্থী। প্রচারবিমুখ এই মানুষটির কারণে বদলে গেছে অনেকের জীবন। জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে পড়াশোনা শেষে ১৯৯৪ সালে মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন অধ্যাপক শাহ আক্তার মামুন। তবে পেশাগত দায়িত্বের পাশাপাশি পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করার তাগাদা অনুভব করেন তিনি। এরপর ২০০০ সালের...