চট্টগ্রামের লোহাগাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে শাহ আলম (৫৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঘাটিয়াপাড়ার হাসপাতাল রোড়ে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। তিনি আধুনগর খানহাট বাজারের লেপতোষকের ব্যবসা করতেন। অভিযুক্ত শাহনেওয়াজ লাভলু (৪৩) একই এলাকার মোজাহের আহামদের ছেলে ও নিহতের চাচাতো ভাই। আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাহ আলমের চাচাতো ভাই লাভলু রাস্তার পাশে বালির বস্তা দিচ্ছিলেন। শাহ আলম বাজারে আসার পথে বস্তাগুলো আরেকটু সরিয়ে দিতে বলাতে দুজনের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে লাভলুর হাতে থাকা কোদাল দিয়ে শাহ আলমের মাথায় আঘাত করেন। এতে শাহ আলম মাটিতে লুটিয়ে পড়েন এবং তার...