১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম লিবিয়ায় কাজ করতে গিয়ে মৃত্যুর দুই মাস ২৫ দিন পর নামজুল ইসলাম (৩০) নামে এক যুবকের লাশ পেয়েছেন তার স্বজনরা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে একটি লাশবাহী গাড়ি তার মরদেহ নিজ বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের বেতুয়া দক্ষিণ পাড়া গ্রামে পৌঁছে দেয়। তিনি ওই এলাকার ব্যবসায়ী লোকমান হোসেনের ছেলে। মরদেহটি পাওয়ার পর সকাল ১১ টার দিকে তার নামাজে জানাজা শেষে এলাকার একটি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবারের স্বজনরা জানান, লিবিয়ায় কাজ করতে গিয়ে ঘরের ভিতর গ্যাস সিলিন্ডার দগ্ধ হয়ে তিনি ২ মাস ২৫ দিন পূর্বে (গত ২০ জুন) মারা যান। বৈধ কগজপত্র না থাকায় তার মরদেহটি আসতে দেরি হয়। পরে পরিবারের লোকজন মরদেহটি দেশে আনতে প্রবাসী কল্যাণ...