বর্তমান সংবিধান বদলাতে হবে এবং এটি আপনার-আমার তথা সাধারণ মানুষের সংবিধান নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদ কক্ষে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নরসিংদী জেলা শাখার নবনির্বাচিত নেতাদের সঙ্গে পরিচিতি সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।এসময় তিনি আরও বলেন, ‘জনগণের কি কি মৌলিক অধিকার রাষ্ট্র দিতে বাধ্য তা লিখা আছে সংবিধানে। ৭২ সালের এই সংবিধানটি বর্তমান জেনারেশনের সাথে যায় না এবং এটি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এই সংবিধান ফেলে দেয়ার মতো অবস্থায় আছে।’ছাত্রদের মধ্যে নেতৃত্ব তৈরির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেয়ার আহ্বান জানান এনসিপির কেন্দ্রীয় এই নেতা।বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নরসিংদী জেলার আহ্বায়ক ফাহিম ভূঁইয়া রাজ অভির সভাপতিত্বে এনসিপি, জাতীয় যুবশক্তি ও...