পিরোজপুরের নাজিরপুর উপজেলায় জাতীয় পার্টি এবং বিএনপির ৫০ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তাদের মধ্যে জাতীয় পার্টির উপজেলার সাধারণ সম্পাদক আল আমিন খান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইস্রাফিল হাওলাদারও রয়েছেন। শুক্রবার সকাল ১০টায় নাজিরপুর দাখিল মাদ্রাসায় আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা যোগদান করেন। পরে পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাশী মাসুদ সাঈদীর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রাজ্জাক বলেন, “বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। তারা ছয় মাসেই আগেই যোগাযোগ করেছিলেন। এত দিন তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল।” স্বেচ্ছাসেবক দলের সাবেক যগ্ম-আহ্বায়ক ইস্রাফিল হাওলাদার বলেন, “বিএনপি ইসলামিক আদর্শের নয়। তাই ওই দল থেকে বের হয়ে আমি জামায়াতে যোগদান করেছি।” ইস্রাফিলকে এলাকায় চাঁদাবাজি,...