বেনফিকার সভাপতি নির্বাচনের সঙ্গে বেশ ভালোমতোই জড়িয়ে গেছে ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার বের্নার্দো সিলভার নাম। পরবর্তী সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে থাকা একজন প্রার্থী জোর দিয়ে বলছেন, তিনি দায়িত্ব নেওয়ার পরই সিলভার সঙ্গে চুক্তি করতে কাজ শুরু করবেন। কেবল তিনিই অবশ্য নন, বেনফিকার কোচ ব্রুনো লাগেরও দৃঢ বিশ্বাস, শিগগিরই এই দলে ফিরে আসবেন পর্তুগিজ মিডফিল্ডার। আগামী ২৫ অক্টোবর বেনফিকার নির্বাচন হবে। যেখানে ক্লাব সভাপতি হওয়ার দৌড়ে জোয়াও নরোনিয়া লপ্সকে এগিয়ে রাখছেন অনেকে। সম্প্রতি তিনিই পর্তুগালের ক্রীড়া পত্রিকা ‘আ বোলা’কে বলেন, বেনফিকার একাডেমিতে বেড়ে ওঠা সিলভাকে ফেরাতে চান তিনি। “আমি একটা বিষয় নিশ্চিত করতে পারি যে, বের্নার্দো সিলভার জন্য একটা চুক্তিপত্র অপেক্ষা করছে। আমি সত্যিই বের্নার্দোকে জানুয়ারিতে নিয়ে আসতে চাই। বেনফিকার জন্য আমি যা কিছু চাই, তার সবই তার মধ্যে আছে; জয়ের...