অধ্যাপক সুলতানা প্রশ্ন তোলেন, ২১টি হলে ২১টি টেবিলে একযোগে গণনা করা গেলে সময় বাঁচত। ইভিএম বা যন্ত্রের বদলে হঠাৎ করে ম্যানুয়াল গণনার সিদ্ধান্ত কেন নেওয়া হলো? কার স্বার্থে এমন সিদ্ধান্ত? জান্নাতুল ফেরদৌসের মৃত্যু বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই অব্যবস্থাপনার সরাসরি ফল।এর আগে আরেক রিটার্নিং কর্মকর্তা অভিযোগ করেন, ওএমআর থাকার পরও ম্যানুয়ালি ভোট গণনা প্রশাসনের পরম অব্যবস্থাপনা। এভাবে ভোট গণনা করতে নারাজ বলে জানান তিনি। সহকর্মীর লাশের ওপরে এভাবে কাজ করায় মনোবল হারিয়েছেন বলেও জানান কর্মকর্তা।এদিকে ভোট গণনা ও ফল প্রকাশে দেরি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিলম্বের কারণ জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব একেএম রাশিদুল আলম।তিনি বলেন, ‘প্রাথমিকভাবে যেসব কারণে ভোট গণনায় দেরি হয়েছিল, সেগুলো আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আমরা আশা করছি...